আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন  © টিডিসি ফটো

স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার একটা নির্বাচন করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। এ নির্বাচনকে আমরা যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক। আমরা স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এ নির্বাচনটা করতে চাই। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের পরামর্শ চাই। আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। আপনারা মিস ইনফর্মেশন, ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি৷ ভোটার তালিকা হালনাগাদ করেছি। ৪৩ লাখের বেশি ভোটাযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৮ লাখে নেমে এসেছে।’

আরও পড়ুন: মাদ্রাসার এমপিও, পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি। ভোটের দায়িত্বে যারা থাকেন- প্রায় ১০ লাখ লোক, আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী, হাজতিদের ভোটের আওতায় আনব। আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারব না।’

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সংলাপে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন।


সর্বশেষ সংবাদ