প্রথম অধিবেশনেই সব চূড়ান্ত করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের যাত্রা শুরুর আশা শিশির মনিরের

শিশির মনির
শিশির মনির  © সংগৃহীত

প্রথম অধিবেশনেই সব চূড়ান্ত করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী শিশির মনির। সোমবার (৬ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন আশা ব্যক্ত করেন।

পোস্টে শিশির মনির বলেন, ‘সম্ভাব্য রোডম্যাপ-গণভোট অধ্যাদেশ জারি-গণভোট অনুষ্ঠান-জাতীয় সংসদ নির্বাচন-জাতীয় সংসদ গঠন (গাঠনিক ক্ষমতাসহ)-প্রথম অধিবেশনেই সবকিছু চূড়ান্ত করা-দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের যাত্রা শুরু ইনশাআল্লাহ।’

এর আগে গতকালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজকে ফলপ্রসূ আলোচনা হলো। পরবর্তী বৈঠক ৮ তারিখ দুপুর ২ টায় ইনশাআল্লাহ। আশাকরি এই জাতি ভালো কিছু পাবে ইনশাআল্লাহ।’ তবে এ পোস্টে কোন বিষয় উল্লেখ না করলেও তার আগের দেওয়া পোস্টে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে শুরু নিয়ে পোস্ট করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ