১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৬ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনকালে দায়িত্বে থাকা এসব সরকারি কর্মচারীর ভোটের ব্যবস্থা করা হবে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এই তথ্য জানান সিইসি। অনুষ্ঠানে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। এতে সিইসি ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্য চার কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ‘প্রবাসী ভোটার ও নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মচারীদের জন্য আমরা এবার ভোটের ব্যবস্থা করবো। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই কার্যক্রম যেন আয়নার মতো স্বচ্ছ হয়, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে।’
ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও তথ্য দেন সিইসি। তিনি জানান, বর্তমানে তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তার ভাষায়, ‘এই মৃত ভোটারদের অনেকেই পূর্বে ভোট দিয়ে যেতেন। এখন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।’
গণমাধ্যমের প্রতি সহযোগিতা কামনা করে সিইসি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা রাখতে হবে।’
এদিন নির্বাচন কমিশন দুই দফায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে। সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করবে সংস্থাটি। সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা গুরুত্বপূর্ণ মতামতগুলো বাস্তবায়নে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।