‘প্রধান নির্বাচন কমিশনার রেফারি হয়ে একটি দলের ভাষায় কথা বলছেন’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন  © টিডিসি

রেফারি হয়ে একটি রাজনৈতিক দলের ভাষায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। 

তিনি বলেন, ‘আমরা সবাই একমত হয়েই আপনাকে চেয়ারে বসিয়েছিলাম। আপনাকে অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি মনে করিয়ে দিতে চাই।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের সনদ ও পিআর বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর কিছু দলের আচরণ সন্দেহজনক। মানুষের সঙ্গে তামাশায় লিপ্ত হয়েছে। কিন্তু এ দেশের মানুষ সব বুঝে, তাদের বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণি পার হওয়া যাবে না। আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারবাজদের মানুষ ভোট দেবে না।’

আরও পড়ুন: ডাকসু-জাকসুর মতো জাতীয় নির্বাচনে কাউকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী

তিনি আরও বলেন, ‘তরুণ ছাত্রসমাজ ইতিমধ্যে ডাকসু ও জাকসুতে দেখিয়ে দিয়েছে, তারা এখন বিকল্প চায়। জনগণের চাহিদা পূরণ গণরায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ। ঘুষ, দুর্নীতি নির্মূল করতে ও জনগণের শাসন সুদৃঢ় করার জন্যই পিআর পদ্ধতি প্রয়োজন।’
 
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  রেহান উদ্দিনে রায়হান প্রমুখ।


সর্বশেষ সংবাদ