পুরো ট্রেন কিংবা কোচ রিজার্ভ করবেন কীভাবে?

ট্রেন
ট্রেন  © সংগৃহীত

বিয়েশাদি, পিকনিক ও অনুষ্ঠানের ক্ষেত্রে সাধারণত বাস, প্রাইভেট ও মাইক্রো ভাড়া বা বুকিং করেন সবাই। এবার এসব অনুষ্ঠানে দেওয়া যাবে ট্রেন বুকিং। ট্রেনের পুরো কোচের বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে বিভাগের ট্রাফিক (পরিবহন) পরিচালক মো. জাকির হোসেন।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ চাইলেও ট্রেন বুকিং করতে পারবেন। এ ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। ট্রেন বুকিংয়ের ক্ষেত্রে নন-এসির বগিগুলো ১০ শতাংশ ও  এসি বগিগেুলো ৩০ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। তিনি আরও বলেন, ট্রেন বুকিংয়ের জন্য রেলওয়ে বিভাগের মহাপরিচালক, এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন বরাবর আবেদন করতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদনের পর তা যাচাই-বাছাই শেষে ট্রেন বুকিংয়ের অনুমোদন দেওয়া হবে। 

ট্রেন বুকিংয়ে প্রথমে, পারিবারিক ভ্রমণ বা অফিশিয়াল ভ্রমণ সেটি জানিয়ে একটি আবেদন বা দরখাস্ত প্রস্তুত করুন। আপনার প্রতিষ্ঠানের প্যাডে তা হতে হবে সেটি। তাতে উল্লেখ থাকতে হবে যে বিষয়গুলো, ট্রেনের নাম ও নম্বর, কবে, কোন শ্রেণির কতটি টিকেট। যিনি টিকেটগুলো কালেক্ট করবেন তার পরিচয় ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে তাতে। আবেদন মহাপরিচালক বরাবর জমা দিতে পারবেন। এ ছাড়াও স্টেশন ম্যানেজার/ মাস্টারদের সাথে যোগাযোগ করতে পারেন। 

কমপক্ষে মাসখানেক আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর যোগাযোগ করতে হবে। রাজধানীবাসী হলে রেলভবনে দরখাস্তটি ‘মহাপরিচালক, এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন বরাবরে জমা দিতে পারবেন। তিনি এটি ফরোয়ার্ড করবেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব অথবা পশ্চিম বরাবরে। তবে আপনি যদি চট্টগ্রাম বা রাজশাহীতে থাকেন, তবে সরাসরি এড্রেস করে জমা দিতে পারবেন সিসিএম/পূর্ব অথবা পশ্চিম অফিসে যথাক্রমে।

আপনি যেখানেই এপ্লিকেশনটি জমা দিন না কেন, উল্লিখিত তারিখ মোতাবেক আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারণ এবার আপনার জন্য একটি অনুমতিপত্র ইস্যু করা হবে সিসিএম সাহেবের অফিস থেকে এবং আপনাকে সেটি কালেক্ট করতে হবে। সাধারণত সেটির একটি কপি আপনাকে এবং আরেকটি কপি স্টেশন ম্যানেজার বা স্টেশন সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়।কুরিয়ারের মাধ্যমে তা পাঠানো হয়, তবে আপনার অনুরোধে হাতে হাতেও সেটি পাবার সুযোগ রয়েছে।

নির্ধারিত তারিখে সেটি কালেক্ট করে নিয়ে এবার চলে যাবেন রেলস্টেশনে স্টেশন ম্যানেজার/সুপারিনটেন্ডেন্টের কাছে। তার নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। খেয়াল রাখবেন, যিনি টিকেট কালেক্ট করবেন মর্মে এপ্লিকেশনে নাম্বার দিয়েছিলেন, তিনিই যেন উপস্থিত থাকেন তখন। আপনি নির্ধারিত দিন ও সময়ে তার নির্দেশিত কাউন্টারে পুরো টাকা জমা দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত আসনগুলোর বিপরীতে টিকেট সংগ্রহ করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence