ব্যানবেইস ভবন © ফাইল ফটো
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের নাম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ অধ্যাদেশ জারি করা হয়। এতে স্থায়ী পদধারী কর্মকর্তা হিসেবে পরিচালককে পরিষদের সদস্য সচিব করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও কিছু সংজ্ঞায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে প্রস্তাবিত অধ্যাদেশ দুইটিতে ২১ জন সদস্য বহাল রেখে নতুন ৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দেওয়ার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সৃষ্টি করা হয়। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট পৃথক দুটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়।
পরিচালনা পর্ষদ কর্তৃক ইতঃপূর্বে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠান দু'টির স্থায়ী তহবিলের টাকা জাতীয়করণকৃত ব্যাংকে জমা না করে বেসরকারি দুর্বল ব্যাংকে জমা রাখা, ভুয়া ইনডেক্স সৃষ্টি, একই ইনডেক্স এর বিপরীতে একাধিকবার অবসর সুবিধা দেওয়াসহ বিভিন্ন অনিয়ম সংগঠিত হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক বিশেষ নিরীক্ষার ব্যবস্থা করা হয়। নিরীক্ষার মাধ্যমে এসব অনিয়ম চিহ্নিত করা হয়। নিরীক্ষা প্রতিবেদনের অনিয়ম চিহ্নিত করার পাশাপাশি, বোর্ডের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অস্থায়ী পদধারীর পরিবর্তে একজন স্থায়ী পদধারী কর্মকর্তাকে অর্থ উত্তোলনের ক্ষমতা ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে।
তার প্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত অধ্যাদেশে স্থায়ী পদধারী কর্মকর্তা হিসেবে পরিচালককে পরিষদের সদস্য সচিব করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, কিছু সংজ্ঞায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে প্রস্তাবিত অধ্যাদেশ দুইটিতে বিদ্যমান ২১ জন সদস্য বহাল রেখে নতুন ৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা, যিনি এই বিভাগের কর্তৃক মনোনীত হবে। অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্টের পরিচালক যিনি তার সদস্য সচিবও হবেন।