ইশরাকের শপথ নিয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

২৬ মে ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১১:৪৩ AM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের এক যুগ্ম সচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইশরাক হোসেনের শপথ পড়াতে প্রধান উপদেষ্টার সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তার সম্মতি পাওয়ার পরপরই ইশরাকের শপথ পড়ানো হবে। এটি যেকোনো মুহূর্তে করা হতে পারে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সম্ভাবনা কম। এ ক্ষেত্রে তিনি স্থানীয় সরকার বিভাগের যে কাউকে দায়িত্ব দিতে পারেন। স্থানীয় সরকার বিভাগ প্রধান উপদেষ্টার দপ্তরের অনুমতির অপেক্ষায় রয়েছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা

ক্ষমতার পটপরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
 
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার থেকে আন্দোলন নামেন ইশরাক সমর্থকরা।

১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মোট আবেদন পৌনে তিন লাখ, কোন ইউনিটে…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের প্রথম দিনেই সুখবর দিলেন অভিনেত্রী নাদিয়া
  • ০১ জানুয়ারি ২০২৬
শান্ত–ফারহানের জুটির পর ধস, মাঝারি পুঁজিতে থামল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
পেশায় ব্যবসায়ী জামায়াত সেক্রেটারির মোট সম্পদ কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
তামিম ইকবাল প্রিয়, অনুসরণ করি; রাজশাহী চ্যাম্পিয়ন হোক: সা…
  • ০১ জানুয়ারি ২০২৬
তীব্র শীতে মানবেতর জীবনযাপন বেদেপল্লীর বাসিন্দাদের
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!