ইশরাককে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ  © টিডিসি সম্পাদিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। বুধবার (১৪ মে) সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।  

বিক্ষোভকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল তালবাহানা করছে। তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা আজকের মধ্যে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাবো।

বিক্ষোভে অংশ নেওয়া রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আমরা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলাম। সেই ফল জালিয়াতি করে তাকে  পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ জানাতে আমি এ বিক্ষোভে অংশগ্রহণ করেছি। 

এর আগে, গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। 


সর্বশেষ সংবাদ