ইশরাকের বিষয়ে বড় কর্মসূচির হুঁশিয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:১১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৪:০৬ PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার অনুসারীরা। এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। সেখান থেকেই তারা আজ শনিবার (১৭ মে) ফের বিক্ষোভ ও ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দেন।
তবে সরেজমিনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয় দ্য ডেইলি ক্যাম্পাসের। তারা জানান, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ে যাচ্ছে না। নগর ভবন থেকে শুরু করে প্রেসক্লাব, পল্টন, মাজার সড়ক ঘুরে আবার নগর ভবনে ফিরে আসবে।
আজও কেন নগর ভবনের সামনে আন্দোলন করছেনম এমন প্রশ্নে এক অনুসারী বলেন, আমরা ইশরাক ভাইকে নগরপিতা হিসেবে নগর ভবনে দেখতে চাই। যেখানে নির্বাচনকে অবৈধ বলা হয়েছে, সেখানে কীভাবে আপনারা এ দাবি করেন? এমন প্রশ্নে তিনি বলেন, কোর্ট আমাদের রায় দিয়েছেন, বৈধতা দিয়েছেন। তাহলে কোর্টের রায় কীভাবে অমান্য করবেন?
অন্য আরেক অনুসারী বলেন, আদালত রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়েছেন, কিন্তু একটি মহল টালবাহানা করে তাকে মেয়র পদ বুঝিয়ে দিচ্ছে না। আমাদের এই লং মার্চ থেকে একটা বার্তা থাকবে, যদি উনাকে মেয়র ঘোষণা করা না হয়, আমাদের ওপরের সিনিয়র নেতারা যে কর্মসূচি দেবেন, মনে হয় আরও বড় ধরনের কর্মসূচি আসছে যদি শপথ পাঠ না করানো হয়।
আরও পড়ুন : নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা, সতর্ক পুলিশ
আন্দোলনে অংশ নেওয়া এক নারী অনুসারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসলে ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না তারা। এটা তারা ইচ্ছে করে আটকে রাখছে। আইনি জটিলতা শেষ হয়েছে, গেজেট পাস হয়েছে, সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও তাকে শপথ পড়ানো হচ্ছে না। প্রশন আসতে পারে তারা কারা? অন্তর্বর্তী সরকারে কিছু উপদেষ্টা আছেন, আমাদের প্রিয় নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে বসলে তাদের অনেক অসুবিধা হয়ে যাবে, তারা যে ফায়দা লুটতে চায়, সেটা আর পারবে না বলেই এটা আটকে রাখছে। যদি তারা দ্রুত তাকে দায়িত্ব বুঝিয়ে না দেন, তাহলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা।
এদিকে শনিবার (১৭ মে) কাল থেকে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে তারা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।