ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মে ২০২৫, ০১:২৩ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ১১:২১ PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার (১৭ মে) রাজধানীতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণের সাধারণ ভোটারদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি শুরু হবে নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হবে।
শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন নগরবাসী। সেই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার ‘নগর ভবন টু সচিবালয় অভিমুখে লংমার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। সেখান থেকেই তারা শনিবার ফের বিক্ষোভের ঘোষণা দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে দীর্ঘ তিন বছর পর, চলতি বছরের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। সেই গেজেট এখনও প্রকাশ না হওয়ায়, নতুনভাবে উত্তপ্ত হচ্ছে রাজপথ।