প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকের বিদায়, টিভি-ফ্রিজসহ আারও যা পেলেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ PM
এ যেন রাজকীয় বিদায়। হাজার হাজার শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজারদার নাসির আহমেদকে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে এমন বিদায় দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গলায় ফুলের মালা, সম্মাননা স্মারকসহ নানা উপহার সামগ্রী দিয়ে সুসজ্জিত গাড়ির বহরে করে স্কুল থেকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এ যেন রাজকীয় বিদায়।
বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় সহকারী শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশে উচ্ছসিত এলাকাবাসী।
ফুলেল শ্রদ্ধা, সম্মাননা ও উপহার সামগ্রী দিয়ে শিক্ষককে সুসজ্জিত গাড়িতে করে মোটর শোভাযাসহকারে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে। বিদায় অনুষ্ঠানে এই শিক্ষককে উপহার হিসেবে দেওয়া হয়েছে ফ্রিজ, টিভিসহ সাংসারিক সব মালামাল।
বিদায় বেলায় এমন শ্রদ্ধা আর ভালোবাসা আমৃত্যু স্মরণে থাকবে বলে জানান গুণী এই শিক্ষক। অবসরে গিয়েও তিনি বসে থাকবেন না, নিয়েছেন একটি মহৎ উদ্যোগ। সবার সহযোগিতায় করতে চান পাঁচ কোটি টাকার স্মার্ট ফান্ড। সংঘের মাধ্যমে গ্রামের ছয় হাজার মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হবে এ স্মার্ট ফান্ড। ফান্ডের বিনিয়োগ করা আয়ের অংশ দিয়ে দরিদ্রদের সহায়তা করা হবে।
ইজারাদার নাসির আহমেদ নিজেকে শুধু শিক্ষার আলোর ছড়ানোর কাজেই নিয়োজিত রাখেননি, করেছেন মানবসেবার নানাবিধ কাজও। শিক্ষার্থীদের ফ্রি পড়াতেন, বই-খাতা কিনে দিতেন এবং কোন কোনো ছাত্রের বেতনও দিয়েছেন। নিজের বেতনের টাকা দিয়ে অন্যের চিকিৎসা ও বাজারসহ নানাভাবে সহায়তা করেছেন। এতে তিনি এলাকায় সবার কাছে হয়ে উঠেন শিক্ষার কারিগর, মানবদরদী ও সাদা মনের মানুষ। তাই তাঁকে সম্মাননা দিতে বিদ্যালয় মাঠে এতশত আয়োজন।