সোসিয়েদাদের উদযাপন © সংগৃহীত
টানা ১১ ম্যাচের জয়রথ থামিয়ে অবশেষে হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। বৃষ্টিভেজা রিয়ালে আরেনায় রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে শিরোপার দৌড়কে নতুন করে জমিয়ে তুলেছে হান্সি ফ্লিকের দল।
এই হারের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা কাতালানদের লিড নেমে এসেছে মাত্র এক পয়েন্টে, যা গত শনিবার লেভান্তেকে হারানো রিয়াল মাদ্রিদকে শিরোপার লড়াইয়ে দারুণভাবে ফিরিয়ে এনেছে। বার্সেলোনার জন্য রাতটি ছিল চরম দুর্ভাগ্যের, যেখানে তাদের দুটি গোল বাতিল হওয়ার পাশাপাশি বল চারবার গোলপোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তার ছড়াছড়ি। মাত্র ২৫ সেকেন্ডে মিকেল ওইয়ারসাবালের গোল অফসাইডে বাতিল হলেও ২৭তম মিনিটে তার ভলিতেই লিড নেয় সোসিয়েদাদ। এর মাঝে দানি ওলমোর ফাউল ও অফসাইডের কারণে ফেরমিন লোপেজ ও লামিনে ইয়ামালের দুটি গোল বাতিল হলে হতাশায় ডোবে বার্সা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া বার্সেলোনা ৭০ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের হেডে সমতায় ফিরলেও সেই স্বস্তি স্থায়ী হয়নি এক মিনিটের বেশি। গন্সালো গেদেসের গোলে আবারও পিছিয়ে পড়ে তারা। ম্যাচের শেষ দিকে বার্সেলোনা ২৫টি শট নিলেও পোস্ট আর ক্রসবার ছিল যেন তাদের জয়ের পথে প্রধান অন্তরায়। 'জয়ের ধারা আর ধরে রাখতে পারল না বার্সেলোনা'—এই আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারের পরও ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা, তবে ৪৮ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে দুর্দান্ত ফর্মে থাকা সোসিয়েদাদ উঠে এসেছে অষ্টম স্থানে। ম্যাচের শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হলেও রেমিরোর দুর্দান্ত সব সেভে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।