যে সমীকরণ মিললেই বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ PM
প্রায়শই একে অপরের মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এই নজির খুব একটা দেখা মেলে না। সবশেষ ১৯৯০ সালে বিশ্বমঞ্চে দেখা হয়েছিল দল দুটির। এবার ৩৬ বছর পর ফের ২০২৬ বিশ্বকাপে দেশ দুটির মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে।
২০২৬-এর জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘সি’ গ্রুপে পড়েছে। এতে গ্রুপ পর্ব এবং রাউন্ড অব থার্টি-টুতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই দল দুটির।
তবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ। অবশ্য, এজন্য দল দুটিকে কিছু নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এক্ষেত্রে নকআউট পর্ব থেকেও বিদায় নেওয়া যাবে না দল দুটির।
আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব থার্টি-টুতে উঠে তাহলে সেমিতে তাদের দেখা হবে। আবার দুই দলই যদি রানার্স-আপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠে, তাহলেও সেমিতে দেখা হতে পারে তাদের। এছাড়া কোনো একটি দল যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অন্য দলটি রানার্সআপ হয়, তাহলে কেবল বিশ্বকাপের ফাইনালেই দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ।
এই পর্যন্ত হিসেবটা একদমই সহজ, তবে কোনো দল যদি তৃতীয়স্থানে থেকে পরবর্তী রাউন্ডে যায়; তাহলে হিসেব হবে অন্য জায়গায়, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনাল যেকোনো রাউন্ডেই হতে পারে মেসি-নেইমারদের। সবমিলিয়ে দল দুটি যদি প্রথম দুটি স্থান নির্ধারণ না করতে পারে, তাহলে কখন কিংবা কোন রাউন্ডে আর্জেন্টিনা-ব্রাজিল মহাযজ্ঞ দেখা যাবে, তা এখনই বলা মুশকিল।