গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা, ছিটকে গেল ব্রাজিল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫১ AM
চিলিতে চলছে জমজমাট অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। রবিবার (৫ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত ডি গ্রুপের শেষ ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে রাউন্ড অব সিক্সটিনে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবারা।
ইতালির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ৬১ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় দলটি, যার মধ্যে মাত্র একটি শট লক্ষ্যে ছিল। কিন্তু সেই একমাত্র শট থেকেই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা গোলটি। ম্যাচের ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো নৈপুণ্যের সঙ্গে বল জালে পাঠান।
তবে ম্যাচে এর আগে একবার গোল করেছিল ইতালি। কিন্তু আক্রমণের শুরুতেই আর্জেন্টিনার এক খেলোয়াড়কে ফাউল করা হয়েছিল, যা ভিএআরের সাহায্যে শনাক্ত করে গোল বাতিল করে দেন রেফারি।
অন্যদিকে, একইদিনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশাজনক বিদায় নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। সি গ্রুপে প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর বিপক্ষে হারের পর স্পেনের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না সেলেসাওদের সামনে।
তবে বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ব্রাজিল। অষ্টম মিনিটে জোয়াও ক্রুজের শক্তিশালী ভলি পোস্টে লেগে ফিরে আসে। এরপর একাধিক আক্রমণ করলেও স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেজকে পরাস্ত করতে ব্যর্থ হয় তারা।
উল্টো ৪৭তম মিনিটে স্পেনই ম্যাচের একমাত্র গোলটি করে ফেলে। পাবলো গার্সিয়ার থ্রু পাসে ডিফেন্স চিরে এগিয়ে গিয়ে ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান ইকার ব্রাভো।
বাকি সময়েও গোল শোধের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আমেরিকান পরাশক্তি দলটিকে।