অবশেষে মাঠে গড়াবে ফিনালিজিমা, মেসি-ইয়ামাল শো’র অপেক্ষা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৮:২৩ PM
মাঠে চোখ ধাঁধানো পারফরম্যান্স আর ম্যাজিশিয়ান ক্ষিপ্রতার সুবাদে বার্সেলোনার উদীয়মান স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাত্র ১৮ বছর বয়সেই নিজের সম্ভাবনার প্রমাণ দিচ্ছেন তিনি। আর দুই প্রজন্মের এই দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে দেখার আগ্রহ এখন তুঙ্গে।
সম্প্রতি সেই আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনাও জেগেছে। কোপা আমেরিকা ও ইউরো ২০২৪—এই দুটি মহাদেশীয় প্রতিযোগিতায় আর্জেন্টিনা ও স্পেন চ্যাম্পিয়ন হওয়ায় ‘ফিনালিসিমা ২০২৫’-এ মেসি বনাম ইয়ামাল দ্বৈরথের সম্ভাবনা জেগেছে।
সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়ে বিশ্ব হয়ত দেখতে পারে মেসি বনাম ইয়ামালের ঐতিহাসিক দ্বৈরথ।
তারা দাবি করেছে, ২৬ থেকে ৩১ মে’র আন্তর্জাতিক বিরতির মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এ সময়েই ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ পর্ব শুরু হওয়ার কথা থাকলেও, স্প্যানিশ ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন উভয়েই ফিনালিসিমা আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে।
দিয়ারিও এএস জানিয়েছে, রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লওজান ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজন করতে সম্মত। তবে শর্তও আছে স্পেনের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেই কেবল ম্যাচটি খেলবে তারা।
অন্যদিকে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছ, ২০২৬ সালের ১৭–২৫ মার্চের মধ্যে দুটি দেশ মুখোমুখি হবে। এর কয়েক মাস পরই আবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলেও, এখনও বাছাইপর্ব শেষ হয়নি স্পেনসহ ইউরোপীয় দেশগুলোর।