সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৯:৩০ PM
দুদিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার নিশ্চিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ।
যদিও এর আগে বেশ কয়েকবারই ইউরোপ সফরের বুলি শুনিয়েছিলেন, দেশের ফুটবলের সংশ্লিষ্টরা। কিন্তু সে সময়ে বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত থাকবে ইউরোপের সব দলই। তাই শেষমেশ নেপালকে বেছে নিল বাংলাদেশ।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) দুই ম্যাচের এই সিরিজ আয়োজন করবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নেপালের ফুটবল ফেডারেশন।
দুটি ম্যাচই কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ, আর ৯ সেপ্টেম্বর দ্বিতীয়টি গড়াবে। ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ উইন্ডোর সময়সূচি অনুযায়ী ম্যাচ দুটি আয়োজন করা হবে।
দুই দলের জন্যই বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হবে ম্যাচ দুটি। সেই দিক থেকে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখছেন, দুই দলের কোচ ও সংশ্লিষ্টরা।