প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করল বাংলাদেশ

১০ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বেশ কয়েকটি জোরাল আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করে সিঙ্গাপুরও। তবে জালের দেখা পাচ্ছিল না কোনো দলই। এতে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা শেষ হবার শঙ্কা জেগেছিল। তবে প্রথমার্ধের ৪৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে লিড নিয়ে বিরতিতে গেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ জমে উঠে খেলা। যদিও বাংলাদেশকে ম্যাচের শুরুর দিকে খুব বেশি আক্রমণ গড়ার সুযোগ দেয়নি সফরকারীরা। 

প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো সিঙ্গাপুর। তবে জর্ডানের হেডে সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি সং উই ইয়াং। অল্প দূরত্ব থেকে শট নিয়েও গোলপোস্টে রাখতে পারেননি। 

ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের বড় বিপদ থেকে বাঁচান মিতুল মারমা। ইখসান ফান্দির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার।


বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের শমিত সোম। তবে প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। এছাড়া তরুণ ফাহামেদুলও বেশ কয়েকবার বল নিয়ে সিঙ্গাপুরের বক্সের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আসেনি গোল।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে। শেষমেশ ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!