প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করল বাংলাদেশ

১০ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বেশ কয়েকটি জোরাল আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করে সিঙ্গাপুরও। তবে জালের দেখা পাচ্ছিল না কোনো দলই। এতে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা শেষ হবার শঙ্কা জেগেছিল। তবে প্রথমার্ধের ৪৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে লিড নিয়ে বিরতিতে গেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ জমে উঠে খেলা। যদিও বাংলাদেশকে ম্যাচের শুরুর দিকে খুব বেশি আক্রমণ গড়ার সুযোগ দেয়নি সফরকারীরা। 

প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো সিঙ্গাপুর। তবে জর্ডানের হেডে সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি সং উই ইয়াং। অল্প দূরত্ব থেকে শট নিয়েও গোলপোস্টে রাখতে পারেননি। 

ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের বড় বিপদ থেকে বাঁচান মিতুল মারমা। ইখসান ফান্দির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার।


বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের শমিত সোম। তবে প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। এছাড়া তরুণ ফাহামেদুলও বেশ কয়েকবার বল নিয়ে সিঙ্গাপুরের বক্সের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আসেনি গোল।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে। শেষমেশ ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬