সালাহর হাতে আরেকটি স্বীকৃতি, আসছে আরও

২৪ মে ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:২০ AM
মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ © সংগৃহীত

চমৎকার এক মৌসুম কাটিয়ে ফের প্রিমিয়ার লিগের মৌসুম সেরার স্বীকৃতি পেলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিশরীয় এই ফরোয়ার্ড। ৪ ম্যাচ হাতে রেখে ট্রফি জিতেছে অ্যানফিল্ড ক্লাবটি। ২৮ গোলের পাশাপাশি ১৮ অ্যাসিস্টে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন সালাহ।

২০১৭-১৮ মৌসুমেও লিগ সেরা হয়েছিলেন সালাহ। এবার থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেমাঞ্জা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনার পর পঞ্চম ফুটবলার হিসেবে দু'বার এই পুরস্কার পেলেন তিনি।

এদিকে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের পথেও এগিয়ে আছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। মৌসুম শেষ হওয়ার আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার আলেক্সান্দার আইসাকের চেয়ে পাঁচ গোলে এগিয়ে আছেন তিনি।

৩৮ ম্যাচের মৌসুমে এর আগে কোনো খেলোয়াড়ই ৪৬ গোলে অবদান রাখেনি। এমনকি ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের ৪৭ গোলের কীর্তিকে ছাপিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন সালাহ। এবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেই সুযোগের অপেক্ষায় এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬টি অ্যাসিস্ট-ও বেশি করেছেন সালাহ। এতে প্রথম ফুটবলার হিসেবে তার সামনে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার ও মৌসুমসেরা পুরস্কার জেতার হাতছানি। চলমান মাসের শুরুতে তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিশেয়নের ভোটে বর্ষসেরা হন সালাহ।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬