টাকা ছাড়াই দেখা যাবে ‘১৫ মিনিটের ফাইনাল’

২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল

বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল © সংগৃহীত

আলোক-স্বল্পতার কারণে স্থগিত হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। সে সময়ে জানানো হয়েছিল, বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে। 

এবার জানা গেল, স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ অর্থাৎ অবশিষ্ট ১৫ মিনিটের খেলা আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় মাঠে গড়াবে। তবে অবশিষ্ট এই খেলা ও শিরোপা উৎসব দেখতে কোনো টিকিট লাগবে না। সেদিন স্টেডিয়ামের গেট সবার জন্য উন্মুক্ত থাকবে। এর আগে, গেল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়ার স্টেডিয়ামে টিকিট কেটেই দর্শকদের ঢুকতে হয়েছিল।

বাফুফের পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

এ প্রসঙ্গে জাকির বলেন, ‘না এই ১৫ মিনিটের জন্য আর কাউকে টিকিট কিনতে হবে না। যেহেতু দর্শকেরা পুরো ফাইনাল উপভোগ করতে পারেননি, তাই এই ১৫ মিনিটের খেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তারা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২২ এপ্রিল ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনাল শুরু হলেও তা শেষ করা যায়নি। ঝড়বৃষ্টির জন্য ম্যাচ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় কিংস। আবাহনীর ফুটবলারকে পেছন থেকে লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ফয়সাল আহমেদ ফাহিম। এর তিন মিনিট পরই প্রথমার্ধ শেষ করার বাঁশি বাজান রেফারি। এরপরই স্থগিত হয় ম্যাচটি। তবে কিংস ১০ জনের দলে পরিণত হওয়ায় খেলা স্থগিতের সিদ্ধান্তে নাখোশ ছিল আবাহনী। এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশও করেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু।

ফেডারেশন কাপের বাইলজের ৭ দশমিক ১ নম্বর ধারা অনুযায়ী, মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোকস্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত বলে ঘোষণা দিতে পারবেন।

এ ধারায় আরও বলা হয়েছে, যে অবস্থায় যেভাবে এবং যেখান থেকে ম্যাচ স্থগিত হবে, এরপর ঠিক একই জায়গা থেকে আবার ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে।

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9