দুর্দান্ত এক গোলেই প্রমাণ দিলেন কেন তিনি কাভারাডোনা

১১ এপ্রিল ২০২৫, ১২:৫৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
বাঁ পায়ের জোরালো শটে গোলের পর কাভারাস্কেইয়ার উদ্‌যাপন

বাঁ পায়ের জোরালো শটে গোলের পর কাভারাস্কেইয়ার উদ্‌যাপন © সংগৃহীত

প্রায় প্রতি ম্যাচেই অন্তত ১০টির বেশি ড্রিবলিং করতেন জর্জিয়ার বয়সভিত্তিক ফুটবলে। ব্রাজিলের কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ড্রিবলারদের একজন গারিঞ্চার নামের সঙ্গে মিলিয়ে তখন থেকেই তাকে ‘কাভারিঞ্চা’ নামে ডাকা শুরু। এরপর নাপোলিতে যোগ দেওয়ার আগে পরিচিতি পান ‘জর্জিয়ান মেসি’ নামেও। আর নাপোলিতে থাকতে তুলনা চলেছে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। সে জন্যই তখন খিচা কাভারাস্কেইয়াকে অনেকে ‘কাভারাডোনা’ নামে ডাকতে শুরু করেন। শেষ পর্যন্ত কাভারাস্কেইয়ার এই নামটিই ইউরোপে পরিচিতি পেয়েছে সবচেয়ে বেশি।

জর্জিয়ান উইঙ্গার নাপোলিতে থাকতেই ‘কাভারাডোনা’ নামের প্রতি সুবিচার করেছেন। ইতালিয়ান ক্লাবটিতে আড়াই বছরের ক্যারিয়ারে ৩৩ বছর পর ক্লাবটিকে জিতিয়েছেন সিরি আ। গোল করানোয় লিগে সে মৌসুমে তাঁর ওপরেও কেউ ছিল না। নাপোলিকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। সে যাহোক, গত জানুয়ারিতে ঠিকানা পাল্টে কাভারাস্কেইয়া এখন পিএসজির। তবে ঠিকানা পাল্টে ফেললেও ভূমিকা পাল্টায়নি ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। ড্রিবলিং করছেন আগের মতোই, পাচ্ছেন অবিশ্বাস্য গোলের দেখাও।

প্যারিসে গত রাতেই যেমন কাভারাস্কেইয়ার পা থেকে দেখা গেল অবিশ্বাস্য এক গোল। বাঁ প্রান্তে মাঝমাঠের একটু সামনে থেকে বল পায়ে দৌড় শুরু করেন কাভারাস্কেইয়া। অ্যাস্টন ভিলার বক্সের ঠিক মাথায় এসে ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসিকে ড্রিবলিংয়ে কাবু করে বাঁ পায়ের জোরালো শটে চোখ–ধাঁধানো এক গোল করেন।

কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের এ ম্যাচ ৩-১ গোলে জয়ের পর কাভারাস্কেইয়ার প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ লুইস এনরিকে, ‘আমার মতো একজন কোচের তার মানসিকতার খেলোয়াড়কে পাওয়া দারুণ ব্যাপার। অসাধারণ এক গোল করেছে সে। আমরা গত মৌসুমেই তাকে সই করানোর চেষ্টা করেছিলাম। পারিনি। গত জানুয়ারিতে যখন সই করাতে পেরেছি, তখন আসলে তাকে প্রত্যাশা করিনি। তার সবকিছুই আছে আমাদের অংশ হওয়ার জন্য।’

নাপোলিতে থাকতে যেভাবে খেলার জন্য ‘কাভারাডোনা’ তকমা পেয়েছিলেন কাভারাস্কেইয়া, পিএসজির হয়ে তাঁর এই গোলটি ঠিক একই রকম। জয়ের পর বিবিসি রেডিও ফাইভকে কাভারাস্কেইয়া বলেন, ‘কঠিন দলের মুখোমুখি হয়েছিলাম। ফল নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এখনো দ্বিতীয় ম্যাচটি আছে, তাই কাজ শেষ হয়নি। ’ ফিরতি লেগ ভিলার মাঠে আগামী মঙ্গলবার রাতে।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9