স্কুলেই শ্রদ্ধাকে ভালো লাগতো টাইগারের

১০ মার্চ ২০২০, ০৯:৪১ AM

© সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বাঘি-থ্রি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

বর্তমানে এই সিনেমার প্রচার করছেন টাইগার-শ্রদ্ধা। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন। এতে টাইগার জানান, স্কুলে পড়ার সময়ই শ্রদ্ধাকে ভালো লাগতো আমার।

এই অভিনেতা বলেন, ‘স্কুলে শ্রদ্ধাকে অনেক পছন্দ করতাম।’ পাশেই ছিলেন শ্রদ্ধা। এই কথা শুনে তিনি বলেন, ‘আমার জানা ছিল না। যদি জানতাম হয়তো কিছু করতে পারতাম।’ এর পরিপ্রেক্ষিতে টাইগার বলেন, ‘আমি অনেক ভয় পেতাম। শুধু তাকিয়ে থাকতাম। যদিও খারাপ দৃষ্টিতে না। দূর থেকে তাকিয়ে দেখতাম। যখন বারান্দা দিয়ে সে হেঁটে যেত তার চুল উড়ত।’

তবে মনের কথা আর কখনোই শ্রদ্ধাকে বলতে পারেননি এই অভিনেতা। টাইগার বলেন, ‘তখন আমি বাঘি ছিলাম না।’

আগামী ৬ মার্চ মুক্তি পাবে বাঘি-থ্রি। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় আরো বিভিন্ন অভিনয় করছেন—অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ।

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!