ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট চলমান রয়েছে। এ টেস্ট জয়-হার নির্ধারণ হওয়ার আগেই ঢাকায় পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছেন তারা। জিম্বাবুয়ে দলের নেতৃত্বে রয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। সোমবার রাতে রাজধানীতে পা রাখেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসাকাদজা জানান, এ সফরে দলটি ভালো কিছু করবে বলে বিশ্বাস তার। সফরকারী অধিনায়ক বলেন, আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করেছেন। আশা করছি, দারুণ কিছু অপেক্ষা করছে।

সোম ও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে জিম্বাবুয়ে। এরপর ১১ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন জিম্বাবুইয়ানরা। অপর দল হিসেবে খেলবেন আফগানিস্তান।

এ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানাবেন ৩৬ বছর বয়সী মাসাকাদজা। ইতি টানবেন প্রায় দেড় যুগের ক্যারিয়ারে। ইতিমধ্যে অভিজ্ঞ এ ক্রিকেটারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডএনসি)।

জিম্বাবুয়ে ক্রিকেট দলঃ

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাবা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, তিনোতেন্দা, মুতোম্বোদজি, টনি মুনিয়োঙ্গা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেইলর, এইনসলে এন্দলোভু, টিমাইসেন মারুমা ও রায়ান বার্ল।

নির্বাচনী আইন মেনে ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা …
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬