অনশন ভাঙার সিদ্ধান্ত আসছে রাতে, আন্দোলন চলবে

শাবিপ্রবির আন্দোলনকারীদের শপথ
শাবিপ্রবির আন্দোলনকারীদের শপথ  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির সপ্তম দিন আজ মঙ্গলবার। এইদিন বিকেলে অনশনকারীদের অনশন ভাঙানোর চেষ্টা করছে আন্দোলনকারী একদল শিক্ষার্থী।

তারা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নিয়েছেন অনশনকারীরা।

অনশন ভাঙার অনুরোধ জানানো শিক্ষার্থীরা অবশ্য উপাচার্যবিরোধী আন্দোলন চলবে বলে জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ।

রাজ বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের কষ্ট মেনে নিতে পারছি না। আমরা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না। আন্দোলনের জায়গা থেকে তাই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলেও বিপুল উদ্দীপনায় আন্দোলন চালিয়ে যাব আমরা।

শপথ বাক্য পাঠে যা ছিল-

“আমি শপথ করছি যে, স্বৈরাচারী ফরিদ উদ্দীনের পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখব। অনশনরত ভাই-বোনদের এতদিনের অকুতোভয় সংগ্রামের অনুপ্রেরণা বুকে ধারণ করে আরো দ্বিগুণ শক্তি ও তেজে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

“তাদের এই দুর্বিষহ যন্ত্রণা আমরা বৃথা যেতে দেব না। দিন হোক, রাত হোক, আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না। আমরা আমাদের এক দফা দাবী আদায় করেই তবে ঘড়ে ফিরব।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence