শাবিপ্রবি ছাত্র ফ্রন্টের আহবায়ক রাজু, সদস্য সচিব তানভীর

২০ নভেম্বর ২০২১, ০২:৪১ PM

© সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রাজু শেখকে আহ্বায়ক এবং তানভীর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যর এ কমিটি গঠন করা হয়। 

সংগঠনটির শাবিপ্রবি শাখার ১২তম কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে পদ পাওয়া অন্য সদস্যরা হলেন- চলাপ্রু মারমা, সামিউল এহসান ও ইউশা রশিদ।

সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ক্যাম্পাসের অর্জুনতলা থেকে একটি মিছিল বের করে নেতকর্মীরা। ক্যাম্পাসের বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে ছাত্র ফ্রন্ট নেকাতর্মীরা বলেন, করোনাকালীন সময়ে ক্যাম্পাসে গাছ কাটা, পরিবহন সংকট, টং উচ্ছেদ করাসহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ড করা হয়েছে। আমরা দ্রুত এ সমস্যার প্রতিকার চাই।

সম্বন্বিত ভর্তি পরীক্ষার সমালোচনা করে তারা বলেন, গুচ্ছ ভর্তিপরীক্ষায় ভর্তির নামে বাণিজ্য করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে দুইবার ভর্তির আবেদন ফি নেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তাভাবনা।

এসময় দ্বিতীয় মেয়াদের ভর্তির আবেদন ফি বাতিলের দাবি জানান তারা। 

প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬