পূজার ছুটির পর খুলতে পারে শাবির হল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দুর্গাপূজার ছুটির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খুলতে পারে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আশা করি আগামী পূজার ছুটির পর আমরা হলগুলো খুলে দিতে পারবো। এ ব্যাপারে আমরা সিন্ডিকেট সভায় আলোচনা করবো। তবে হল খুলে দেয়ার জন্য করোনার সংক্রমণ ৫% এ নেমে আসতে হবে।

উপাচার্য বলেন, আমাদের বিভাগগুলোতে এখন পরীক্ষা চলছে। অনেকেই আবার পরীক্ষা শেষ করে নতুন সেমিস্টারের ক্লাস শুরু করে দিয়েছে। হল খুলে দেয়া নিয়ে আমাদের এতো তাড়া নেই।


সর্বশেষ সংবাদ