ডুয়েটে ‘লাইটিং প্রোটেকশন সিস্টেম’ বিষয়ক কর্মশালা
- এফ এইচ ফুয়াদ, ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ‘লাইটিং প্রোটেকশন সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ৪১৪ নম্বর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন রাজু আহমেদ, বিভাগীয় প্রধান শরাফত হোসেইন।
এ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন রাজু আহমেদ ও ইনোভা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজার (ইলেকট্রিক্যাল) ফেরদৌস আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীতে বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। আমাদের দেশেও এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বজ্রপাতের পরিমাণ অনেক বেশি থাকে। বজ্রপাতের কারণে মানুষের মৃত্যুসহ বিভিন্ন ধরনের স্থাপনার ক্ষয়ক্ষতি হচ্ছে। কিভাবে বজ্রপাত হতে মানুষসহ বিভিন্ন ধরনের স্থাপনা রক্ষা করা যায় সে বিষয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন উপাচার্য।