পবিপ্রবিতে একক কম্বাইন্ড ডিগ্রি বহালের দাবি এএনএসভিএম শিক্ষার্থীদের © সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এএনএসভিএম অনুষদে একক কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ বহালের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ সভা ও মিছিল করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এএনএসভিএম অনুষদের একাডেমিক ভবন–১ থেকে শুরু হয়ে অনুষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়–২৪ চত্বরে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে টানা ৩৪ দিন আন্দোলনের পর গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একক কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তের পক্ষে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর সুস্পষ্ট সমর্থন থাকলেও একটি কুচক্রী মহল পুনরায় লাইভস্টক সেক্টরে বিভাজন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা আরও জানান, সম্প্রতি একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পুনরায় আলাদা ‘এনিমেল হাজবেন্ড্রি’ ডিগ্রি চালুর দাবিতে আদালতে রিট দায়ের করেছে। তাদের মতে, একক কম্বাইন্ড ডিগ্রি বাতিল বা পরিবর্তন করা হলে ভেটেরিনারি শিক্ষার মান, পেশাগত মর্যাদা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিবাদ সভায় লেভেল–৩, সেমিস্টার–২-এর শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, একটি বিভক্ত ডিগ্রি আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দেবে। আমরা চাই ডিগ্রির স্বকীয়তা, মর্যাদা ও সার্বিক মান বজায় রেখে একটিমাত্র ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ বহাল থাকুক।
লেভেল–৪, সেমিস্টার–১-এর শিক্ষার্থী সাদিয়া সারওয়ার বলেন, কম্বাইন্ড ডিগ্রি চালুর পর আমাদের পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আলাদা ডিগ্রি পুনরায় চালু হলে আমাদের পেশাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
শিক্ষার্থীরা অবিলম্বে রিট বাতিল করে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।