শাবিপ্রবির ছাত্র মেস থেকে সাড়ে চার ফুট দাঁড়াশ সাপ উদ্ধার

শাবিপ্রবির ছাত্র মেস থেকে সাড়ে চার ফুট দাঁড়াশ সাপ উদ্ধার
শাবিপ্রবির ছাত্র মেস থেকে সাড়ে চার ফুট দাঁড়াশ সাপ উদ্ধার  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি ছাত্র মেস থেকে সাড়ে চার ফুট দৈর্ঘ্যের একটি ইন্দো-চিনা দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) আছরের নামাজের সময় সাপটি মেসে দেখতে পান সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশকর্মী নাঈম আহমদের নেতৃত্বে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

সাপটি উদ্ধার করেন শাবিপ্রবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র রিসার্চ উইংয়ের সদস্য এবং দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কোর ব্যাচ সদস্য।

সাপটি উদ্ধারের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন ‘অস্ট্রেলিয়া টিলা’ এলাকায় এটি অবমুক্ত করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকারী নাঈম আহমদ বলেন, ‘আজ উদ্ধার করা সাপটি ইন্দো-চিনা দাঁড়াশ, যা সম্পূর্ণ নির্বিষ এবং আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এটি সাধারণত ইঁদুর ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে কৃষকদের বড় উপকার করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।’

তিনি আরও বলেন, ‘তিন ধরনের দাঁড়াশ সাপের মধ্যে এটি একেবারেই নিরীহ। অথচ মানুষ সাপ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে এবং মেরে ফেলার প্রবণতা দেখায়। এ ধরনের ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় এমন উপকারী প্রাণীগুলোকে সংরক্ষণ করা জরুরি।’

সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাপ দেখলেই ভয় না পেয়ে বিশেষজ্ঞ বা সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করলে প্রাণীটির জীবন রক্ষা করা সম্ভব। আমাদের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence