আবরার ফাইয়াজ © সংগৃহীত
বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেছেন, ‘এদেশে ইঞ্জিনিয়ারদের দেশে চাকরি পাওয়া থেকে আমেরিকা যাওয়া অনেক সহজ।’ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে আজ তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। পাঁচ ঘণ্টা অবরোধের পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা।
এ ঘটনার পর ‘লং মার্চ টু ঢাকা’র সমর্থনে রাতে পোস্ট করেন আবরার ফাইয়াজ।
সকল স্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘বর্তমানে প্রকৌশল সেক্টরের সিন্ডিকেটের কারণে যে ভারসাম্যহীনতা দেশের চাকরির বাজারে তা সকল শিক্ষার্থীদের জন্যই ক্ষতিকর। যে ছেলে বা মেয়ে, দিনরাত পরিশ্রম করতেছে দেশের কোনো একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সে জানেই না, দেশের ১০০টা পোস্টের ৭৫টিতে নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগই নেই তার।’
ফাইয়াজ লেখেন, ‘বিসিএসে গণহারে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অংশ নিচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশে ইঞ্জিনিয়ারদের দেশে চাকরি পাওয়া থেকে আমেরিকা যাওয়া অনেক সহজ। এভাবে চলতে দেওয়া সম্ভব না।’
এরআগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-