পবিপ্রবি ক্যাম্পাসের আবর্জনা পরিষ্কারে ঝাড়ু হাতে নেমে পড়লেন উপাচার্য

ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম
ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজন করা হলো ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা কার্যক্রম—‘ক্লিন ক্যাম্পাস’। শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে আড়াই ঘণ্টার এ পরিচ্ছন্নতা অভিযান।

কর্মসূচির সূচনা হয় বিজয় ২৪ হল থেকে। পরে একে একে এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলের আঙিনায় ঝাড়ু ও কাঁচি হাতে পরিচ্ছন্নতার দৃশ্য দেখা যায়। কেবল নির্দেশনা নয়—এদিন উপাচার্য নিজেই হাতে ঝাড়ু তুলে নেন। 

শিক্ষার্থীদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেন তিনি। এ দৃশ্য দেখে কেউ কেউ চমকে যান, কেউবা অনুপ্রাণিত হন। ‘বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানের কেন্দ্র নয়, বরং এটি শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিকভাবে গড়ে ওঠার একটি মঞ্চ’, বলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। 

তিনি আরও বলেন, ‘আমি চাই, পবিপ্রবির ছাত্র-ছাত্রীরা যেন পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ক্ষেত্রে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। একজন ভাইস-চ্যান্সেলর হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমি চাই, এই ক্যাম্পাস হোক আমাদের সম্মিলিত গর্ব।’

ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম সজিব বলেন, ‘আমরা কেবল পাঠ্যপুস্তক দিয়ে শিক্ষার্থী গড়ি না, আদর্শ দিয়ে মানুষ গড়ি। আজকের এ কর্মসূচি সেই আদর্শিক শিক্ষারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

আরও পড়ুন: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু আজ

এম কেরামত আলী হলের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহসিন তানজিম বলেন, ‘স্যারকে আমরা সব সময় শ্রদ্ধা করি, কিন্তু আজ আমাদের চোখের সামনে যখন উনি নিজের হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতার কাজ করলেন, তখন আমরা বুঝতে পারলাম—নেতৃত্ব কাকে বলে।’

কর্মসূচিতে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা টিমের সদস্যরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence