প্লাস্টিক দিলেই গাছের চারা, পবিপ্রবিতে অভিনব ক্যাম্পেইন

“গো গ্রীন: প্লানেট ভার্সাস প্লাস্টিক” শীর্ষক ক্যাম্পেইন
“গো গ্রীন: প্লানেট ভার্সাস প্লাস্টিক” শীর্ষক ক্যাম্পেইন  © টিডিসি

প্লাস্টিকের বোতল জমা দিলেই একটি করে গাছের চারা দেওয়ার ক্যাম্পেইন আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের (পবিপ্রবি) একটি পরিবেশবাদী সংগঠন স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই)। অভিনব এক ক্যাম্পেইন চালু করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পরিবেশ রক্ষার স্বার্থে “গো গ্রীন: প্লানেট ভার্সাস প্লাস্টিক” শীর্ষক এ কর্মসূচিটি পালিত হয়েছে। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মহসিন হোসাইন খান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পেইন চলাকালে স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট-এর স্টলে অসংখ্য ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট, র‍্যাপার ইত্যাদি জমা পড়েছে। বিনিময়ে দেওয়া হচ্ছে ফলজ ও বনজ গাছের চারা। অন্যদিকে, এর পাশেই ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ছিল গেমস কর্ণার, যেখানে বিজয়ীদের পুরস্কার ছিল গাছের চারা!

স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই)-এর অন্যতম সংগঠক আফিয়া তাহমিন জাহিন এবং মো. ফারদিন হাসান বলেন, শুধু ক্যাম্পাসেই নয়, আমরা চাই এ কর্মসূচি দেশের অন্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ুক। আমাদের বিশ্বাস, এমন উদ্যোগই আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তুলবে। সবুজে ভরুক পৃথিবী, প্লাস্টিক হোক অতীত—এটাই আমাদের বার্তা।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এই প্লাস্টিকের দুনিয়ায় গাছ লাগানো শুধু প্রতীকী কোনো বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য এটি এক জরুরি বার্তা। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার। প্লাস্টিক থেকে তৈরি মাইক্রোপ্লাস্টিক যেমন প্রাণীর দেহে ঢুকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, তেমনি এটি পরিবেশের জন্য এক ভয়াবহ সংকেত।

 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence