গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাপ আতঙ্কে, কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের

২৫ জুলাই ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৬:৪২ PM
গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের টিনশেডে একটি গোখরা সাপ দেখা যায়। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের টিনশেডে একটি গোখরা সাপ দেখা যায়। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয় © টিডিসি

বর্ষা মৌসুম এলেই সাপের উপদ্রব বাড়ে—এই বাস্তবতা যেন ভয়াবহ রূপ নিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)। ক্যাম্পাসের একের পর এক স্থানে বিষধর সাপের দেখা মিলছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। মসজিদ, শিক্ষকদের কোয়ার্টার থেকে শুরু করে আবাসিক হল পর্যন্ত সাপের উপস্থিতি তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। প্রশাসনের উদ্যোগ আশ্বাসের গণ্ডি পেরোতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভও বাড়ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় এ সমস্যা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের টিনশেডে একটি বিষধর গোখরা সাপ দেখা যায়। উপস্থিত কয়েকজন শিক্ষার্থী সাপটিকে মেরে ফেলেন। জানা যায়, এর আগেও একাধিকবার মসজিদ এলাকায় সাপ দেখা গেছে।

এর কয়েকদিন আগে শিক্ষকদের কোয়ার্টারের সামনেও একটি বড় সাপ মারা হয়। নিয়মিত বিরতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সাপের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে ভয় ও উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

শিক্ষার্থীদের অভিযোগ, একের পর এক সাপের দেখা মিললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নিয়মিত আগাছা পরিষ্কার না করায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জঙ্গল গড়ে উঠেছে, যা সাপের বাসস্থান হিসেবে পরিণত হয়েছে।

আরও পড়ুন: কথা কাটাকাটির জেরে রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, অবিলম্বে ক্যাম্পাসজুড়ে সাপ নিরোধক ব্যবস্থা গ্রহণ, ঝোপঝাড় পরিষ্কার এবং প্রয়োজনীয় জীবাণুনাশক ও কীটনাশক ছিটানোর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিষধর সাপ দেখা দেওয়ায় মেডিকেল সেন্টারে ‘অ্যান্টি-ভেনাম’ রাখার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বনজঙ্গল গড়ে উঠেছে। এগুলো নিয়মিত পরিষ্কার করা দরকার। এই জঙ্গলগুলো এখন সাপের আবাসস্থলে পরিণত হয়েছে। আমাদের হলের পাশেও ঘন জঙ্গল রয়েছে। এমনকি একটি হলে নিচতলার একটি কক্ষে সাপ ঢুকে যাওয়ার ঘটনাও ঘটেছে। প্রশাসনের উচিত দ্রুত সাপ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং মেডিকেল সেন্টারে এন্টিভেনাম সংরক্ষণ করা।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. লিখন চন্দ্র বালা বলেন, ‘মেডিকেলে কোনো অ্যান্টি-ভেনাম নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে যোগাযোগ করেছিল। তখন আমি জানিয়েছিলাম, অ্যান্টি-ভেনাম মেডিকেল সেন্টারে রাখা সম্ভব নয়। এটি শুধু সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই নেওয়া যায়। বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে কথাও হয়েছে। চিকিৎসা কেন্দ্র থেকে এটি সরবরাহ বা সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয়।’

আরও পড়ুন: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: সমাবর্তনের আলোয় সোনা মোড়ানো সাফল্য তাদের

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার নিজামুল হক চৌধুরী বলেন, ‘আমরা নিয়মিতভাবে ক্যাম্পাস পরিষ্কার করি। মসজিদ এলাকা ও হলের আশপাশে বিগত ৪-৫ দিন আগেও মেশিন দিয়ে পরিষ্কার করা হয়েছে। বর্তমানে আগের মতো বড় জঙ্গল নেই। আষাঢ়-শ্রাবণে আগে যেসব কাশবন হতো, এবার তা নেই বললেই চলে। আমরা চারটি মেশিন দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সাপ কোথায় থাকে, সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তারপরও ভাবছি, অফিস খুললে বিষয়টি আবার দেখা হবে।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9