গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করল আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব

বৃক্ষরোপনকালে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের সদস্যরা
বৃক্ষরোপনকালে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের সদস্যরা  © টিডিসি

আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও  বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার(২২ জুন) বিকাল ৪.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গাছগুলো রোপণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য গাছ বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়েছে।

জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ বছর তারা ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃক্ষরোপণের বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে মহান রবের যার অনুগ্রহে আমরা আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব, পরিবেশ সুরক্ষায় এক মহতী উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। মাসব্যাপী এই কর্মসূচিতে আমাদের এবারের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে মোট ৫০০টি বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা।’

তিনি আরও বলেন, ‘ইসলামী জীবনদর্শনে পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার গুরুত্ব অপরিসীম। আল-কোরআন কেবল দ্বীনি জ্ঞানই প্রদান করে না। বরং সৃষ্টির সেবায় নিজেদের নিয়োজিত করার এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার সুস্পষ্ট নির্দেশনাও দেয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বৃক্ষরোপণকে ‘সদকায়ে জারিয়া’ বা চলমান সওয়াব হিসেবে আখ্যায়িত করেছেন। এই মহান শিক্ষা ও অনুপ্রেরণা থেকেই আমরা এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছি।’

আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, ‘আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা একটি সবুজ, সজীব এবং ফল-ফুলের সমারোহে সজ্জিত দৃষ্টিনন্দন ক্যাম্পাস নির্মাণে সহায়ক হবে। পাশাপাশি, এটি পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক অবদান রাখবে। এই মহৎ উদ্যোগ সফল করতে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাবের সকল সদস্যের দোয়া ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সমর্থন ও অংশগ্রহণ আমাদের এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে অপরিহার্য।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence