কাল বন্ধ থাকবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো   © টিডিসি সম্পাদিত

চলমান অস্থির পরিস্থিতি ও প্রশাসনের জারি করা কারফিউর কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আগামীকাল সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘বর্তমানে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি উদ্বেগজনক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে কারফিউ কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে একাধিক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে এবং সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করা হয়।

সাম্প্রতিক এ সহিংসতার কারণে কয়েকজন হতাহতের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতির উন্নতি এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফের শুরুর দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence