পবিপ্রবির আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক মাহবুব রব্বানী

অধ্যাপক ড. মাহবুব রব্বানী
অধ্যাপক ড. মাহবুব রব্বানী  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। দুই বছর মেয়াদি এ নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গুণগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজ রবিবার (১৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন আজ দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা ও আইকিউএসি সংশ্লিষ্ট কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।

ড. মাহবুব রব্বানী জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে মোনবুশো বৃত্তি নিয়ে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সে ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ লাভ করেন। ওয়ার্ল্ড ব্যাংক, করডেইড, সিমিট, ইউসি ডেভিস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে তিনটি গবেষণাগার (বায়োটেক ল্যাব, পোস্টহারভেস্ট ল্যাব ও জার্মপ্লাজম সেন্টার) প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন। তার গবেষণায় বিলুপ্তপ্রায় দেশীয় ফলের নয়টি জাত উদ্ভাবিত হয়েছে, যা কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত। তার তত্ত্বাবধানে ৬০ জন এমএস ও ৮ জন পিএইচডি শিক্ষার্থী গবেষণার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার

২০২২ সালে তিনি আলপার-ডোজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের তালিকাভুক্ত গবেষকদের একজন হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি শেরেবাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় জার্নালের প্রধান সম্পাদকের দায়িত্বসহ একাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো দায়িত্ব সব সময় আমাদের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করা উচিত। আইকিউএসি সেলের এ দায়িত্ব পালনের মাধ্যমে পবিপ্রবির শিক্ষা, গবেষণা ও দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence