দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত

শিব নাথ পাট্টাদার
শিব নাথ পাট্টাদার  © সংগৃহীত

দীর্ঘ অনুপস্থিতি, অনুমোদনহীন ছুটি গ্রহণ এবং প্রশাসনিক আদেশ অমান্য করার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক শিব নাথ পাট্টাদারকে চূড়ান্তভাবে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। চাকরি বিধিমালা অনুযায়ী অভিযোগগুলোকে অসদাচরণ হিসেবে গণ্য করে তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিব নাথ পাট্টাদার যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নের জন্য আগস্ট ২০১৭ থেকে জানুয়ারি ২০২০ পর্যন্ত মোট দুই বছর চার মাসের পূর্ণবেতনের শিক্ষা ছুটি নেন। পরবর্তীতে অসমাপ্ত গবেষণা কাজের জন্য আরও এক বছর অর্ধবেতন এবং এক বছর বিনা বেতনের ছুটি গ্রহণ করেন। কিন্তু ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে ফিরে না এসে পুনরায় কোনো ছুটির আবেদন না করে তিনি দীর্ঘদিন অনুপস্থিত থাকেন।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ৩১ আগস্ট প্রথম কারণ দর্শানোর নোটিশ পাঠায়। পরবর্তীতে আরও দুই দফা নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এরপর বিষয়টি ৫৩তম রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপন ও বিশদ পর্যালোচনার পর সকলের সম্মতিক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে এক মাসের মধ্যে শিক্ষা ছুটির আওতায় ভোগকৃত সকল সুবিধা ও অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘শিব নাথ আমেরিকা থেকে সম্ভবত আর ফিরবেন না। তাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার অর্থনৈতিক দেনা-পাওনার বিষয় রয়েছে। আমরা বিধিমালার আলোকে তাকে বরখাস্ত করেছি। পরবর্তীতে পাওনা অর্থ আদায়ের জন্য প্রশাসন বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নিতে পারে। এটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence