দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য, আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ মাহফুজের

২২ মে ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’ এ জন্য তিনি দেশপ্রেমিক শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি তিনি আগের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: ছাত্রাবাসে গাঁজা, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার তিন শিক্ষার্থী বহিষ্কার

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড  ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বক্তব্য উপস্থাপন করেন উপদেষ্টা মাহফুজ। ‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়’ শিরোনামের ছোট স্ট্যাটাসে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

উপদেষ্টা মাহফুজ লিখেছেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে-কোনো বক্তব্য ও শব্দচয়ন,  যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাবিতে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বাইউস্টে ‘বিজনেস উইক’এর জমকালো আয়োজন
  • ০৮ জানুয়ারি ২০২৬
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আ…
  • ০৮ জানুয়ারি ২০২৬