নতুন ২০০ টাকার নোটে স্থান পেল যবিপ্রবি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত  © টিডিসি

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন টাকার নোটের নকশা উন্মোচন করেছে। যেখানে ২০০ টাকার নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা দুটি গ্রাফিতি। যার একটিতে ফুটে উঠেছে বাংলাদেশে বাস করা বিভিন্ন ধর্মের মানুষদের সহাবস্থান, অন্যটি আঁকা হয়েছে যবিপ্রবির লোগোসহ বাংলাদেশের মানচিত্র। এ গ্রাফিতি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

রবিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল। আজ নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ

এ বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, ‘দুই ছোট ভাইয়ের আবদারে আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও আর্ট শুরু করি। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুই দিন ধরে আমরা এই কাজটি করি।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন ২০০ টাকার নোটে স্থান পেয়েছে, যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence