আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

১২ মে ২০২৫, ০৪:২৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:১৪ PM
শিক্ষার্থীদের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশ

শিক্ষার্থীদের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশ © টিডিসি

‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের জেরে সংঘটিত সংঘর্ষের বিচারের দাবি ও ভিসিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। ‎নোটিশের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ মে) ছাত্র কল্যাণ পরিচালকের স্বাক্ষরে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
‎‎
‎সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি চিঠিতে দেখা গেছে, হ্যান্ড মাইক হাতে নেতৃত্ব দেওয়া, উসকানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো, ভাইস চ্যান্সেলর, শিক্ষকদের নামে অশ্লীল স্লোগান দেওয়া, একাডেমিক ভবনসমূহে তালা মারা, কোনো তদন্ত ছাড়াই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে ৫ দফা মানতে চাপ প্রয়োগ করা এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত প্রশাসনিক ভবনে ব্যানার লাগানোসহ অসংখ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও‎ পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা ১৭ মে, প্রবেশপত্র পাবেন যারা

‎‎নোটিশে বলা হয়, ‘এসব অপরাধের পরিপ্রেক্ষিতে তোমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও ছাত্র-শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাবের হার্ডকপি এবং সফটকপি স্বহস্তে স্বাক্ষর করে ডাক বা সরাসরি এবং ইমেইলের মাধ্যমে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে দাখিল করার জন্য বলা হলো।’
‎‎
‎এদিকে এই নোটিশের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

উপল সিএসই ২০ ব্যাচের শিক্ষার্থী লিখেছেন, ‘বিচার চেয়েছি বলে ফাঁসি দিলেন।’ 

জাহিদুর রহমান আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘অন্যায়কে অন্যায় বলাটা কি অপরাধ?’

ওবায়দুল্লাহ নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘রাজনীতি নিষিদ্ধের মানববন্ধন ও মিছিলে নেতৃত্ব দিয়েছো। কারণ দর্শাও- কুয়েট কর্তৃপক্ষ।’

যেসব শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, তারা কেউই এ মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আরও পড়ুন: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে যা বললেন সিইসি

‎এদিকে কতজন শিক্ষার্থীকে এমন নোটিশ দেওয়া হয়েছে, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. আব্দুল্লাহ ইলিয়াস আখতার বিষয়টি প্রকাশ করেননি। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ১৫ মের পর আরেকটা মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎তিনি আরও জানান, এসব কিছু শেষ হওয়ার পরে আগামী সপ্তাহ থেকে একাডমিক কার্যক্রম শুরু হতে পারে।

সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপিকে চান ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬, অন্যদের কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9