আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে যা বললেন সিইসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:৩৮ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৯ AM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার গেজেট প্রকাশ করলে নির্বাচন কমিশন আলেচনা করার পর সিদ্ধান্ত নেবে। যেহেতু সরকার এখনো গেজেট প্রকাশ করেনি, সেহেতু এ ব্যাপারে ইসি এখনো ভাবেনি।
আজ সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। পত্র-পত্রিকার সংবাদে তো আর ইসি সিদ্ধান্ত নিতে পারে না। গেজেট অনুযায়ী ইসি সিদ্ধান্ত নেবে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেননি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি, বলেছি অভিজ্ঞতা যাদের আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে তাদের আমরা এনকারেজ করি।’
আরও পড়ুন: সাত কলেজ অন্তর্বর্তী প্রশাসন পাচ্ছে চলতি সপ্তাহেই, শিগগিরই ভর্তি পরীক্ষা
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। তারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছেন। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে ওয়াদা করেছি, তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।’
জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১০ মে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কমিশনের (ইসি) তার নিবন্ধন বাতিল করার বাধ্যবাধকতা রয়েছে। কোনো দলের নিবন্ধন বাতিল হলে সেই দলটি নিজের প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে এ পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।