চুয়েটে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব ‘রোবোলিউশন ১.০’

চুয়েট
চুয়েট  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব ‘এমআইই রোবোলিউশন ১.০’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হবে ভিন্নধর্মী এই উৎসব। ৮ মে থেকে ১০ মে তিন দিনব্যাপী অনুষ্ঠাতব্য এই উৎসবে ৪১ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণ করছে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। 

জানা যায়, উৎসবে প্রযুক্তি, উদ্ভাবন, মেকাট্রনিক্স, রোবটিক্স, সফটওয়্যার ও ডিজাইনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। ‘এমআইই রোবোলিউশন ১.০’ এর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে টেকাথন, যেটি দেশের প্রথম সরাসরি যন্ত্র এবং সফটওয়্যার এর সমন্বিত হ্যাকাথন। এছাড়াও আয়োজিত হবে ক্যাড প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, প্রজেক্ট শোকেজ ও দাবা প্রতিযোগিতাও। 

উৎসবের প্রথম দিন ৮ মে সকাল ৮:৩০ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর র‍্যালি, ইন্ডাস্ট্রিয়াল সম্মেলন এবং ফিফা গেমিং ইভেন্ট এর মাধ্যমে শেষ হবে প্রথম দিনের কার্যক্রম। শুক্রবার (৯ মে) দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে লাইন ফলোয়িং রোবট, সকার বট এবং টেকাথন প্রতিযোগিতা। উৎসবের শেষ দিন অর্থাৎ ১০ মে অনুষ্ঠিত হবে প্রজেক্ট উপস্থাপন, ক্যাড প্রতিযোগিতা এবং দাবা প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

এই উৎসব উপলক্ষে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এই আয়োজনের মূল লক্ষ্য হলো, বাংলাদেশে প্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ তৈরি করা, তাদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং একটি মানসম্মত জাতীয় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয় বরং প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি অনুপ্রেরণার প্লাটফর্ম।’ 

তিনি আরও বলেন, ‘এছাড়াও এই উৎসবে দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতি শিক্ষার্থীদের জ্ঞান ও অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে। আয়োজনে দেশের স্বনামধন্য কিছু শিল্প কারখানা থেকেও বিশেষজ্ঞ দল আসবে। তাদের নিয়ে আমরা সেমিনার এর আয়োজন করব এবং আমাদের লক্ষ্য থাকবে তাদের সাথে আমাদের বিভাগের একটি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা।’

উল্লেখ্য, উৎসবটিতে অনুষ্ঠাতব্য বিভিন্ন প্রতিযোগিতার জন্য পুরস্কার হিসেবে থাকবে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এতে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকবে সিএস ল্যাব এবং অন্যান্য পৃষ্ঠপোষক হিসেবে থাকবে আইকনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence