আবারও কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ 

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

আশ্বাস দিয়েও পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল না করার প্রতিবাদে আবারও বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে’, ‘কোটা প্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘পোষ্য কোটা বাতিল কর, করতে হবে;  ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে চেতনা ‘৭১-এর সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোটা বাতিল করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এ সময় সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার বলেন, ‘বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা যেই আন্দোলন শুরু করেছিলাম, সেই বৈষম্য এখনো শেষ হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল মেধার যথাযথ মূল্যায়ন করা। কিন্তু সেই মেধার অবজ্ঞা করে এখনো কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা জুলাই বিপ্লবের সঙ্গে পরিপূর্ণ সাংঘর্ষিক।’

আরও পড়ুন: ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, ইবি শিক্ষককে ধাওয়া

তিনি আরও বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শুধুমাত্র কোটা রাখা যেতে পারে, কিন্তু পোষ্য কোটায় যারা ভর্তি হয়, তারা সবাই উচ্চশিক্ষিত পরিবার থেকে আসে। এটা মারাত্মক বৈষম্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোটা বাতিল না করা হয়, তাহলে রেজিস্ট্রার ভবনে তালা দেব।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘যেই কোটার জন্য হাজারো শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে, আজকে সেই কোটা এখনো বহাল রাখা হয়েছে, এটা আমাদের জন্য লজ্জাজনক।’ 

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি কৌশলে পোষ্য কোটা বহাল রাখতে চান, তাহলে এটা হবে শহিদর রক্তের সঙ্গে বেইমানি। শহিদের রক্তের সঙ্গে বেইমানি না করে সমঝোতায় এসে ২৪ ঘণ্টার মধ্যে সব অযৌক্তিক কোটা বাতিল করুন।’

আরও পড়ুন: ২০ মার্চের মধ্যে জবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

এর আগেও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে গত বছরের ১০ ডিসেম্বর ও এবছরের শুরুতে গত ৪ জানুয়ারি মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আশ্বাস দিলেও কোটা বাতিল করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence