হাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ০৬:৪৫ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী বুধবার (১১ জানুয়ারি) থেকে ক্লাস শুরু হবে। এর আগে ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওরিয়েন্টেসন।
৯ জানুয়ারি অডিটোরিয়াম-১ এ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কৃষি অনুষদ এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সি.এস.ই অনুষদ, অডিটোরিয়াম ২ এ সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ এবং দুপুর ২.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ফিসারিজ অনুষদের ওরিয়েন্টেসন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দুই আসনে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম
১০ জানুয়ারি অডিটোরিয়াম ১ এ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদ অডিটোরিয়াম ২ এ সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ এবং দুপুর ২.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেসনের তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মোট আট অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি শেষ হয়েছে আজ।
এছাড়াও ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাবে। ভর্তির পর আবেদনপত্রে কোনো ভুল/মিথ্যা তথ্য ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।