দুই আসনে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

হিরো আলম
হিরো আলম  © সংগৃহীত

বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বগুড়া-৬ এবং বগুড়া-৪ আসনে হিরো আলম সহ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ হয়। 

মনোয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

আরও পড়ুন: একজনও বিদেশি শিক্ষার্থী পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়

জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানায়, ইউটিবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-৪ আসনে ১৪ দলের মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বগুড়া-৬ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা সরকার বাদল, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. নজরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. ফয়সাল বিন শফিক সহ আরও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দেন। এজন্য ফাঁকা ছয়টি আসনে উপনির্বাচন হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence