শাবিপ্রবিতে আবেদন করেছেন ৩১ হাজারের বেশি শিক্ষার্থী

২৭ অক্টোবর ২০২২, ১০:০৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৩০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩১ হাজার ৯৬৪ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৩৪১ জন।

সূত্র আরও জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৬৮৫ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৬৮৮ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৯৬৮ জন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর মো. মাসুম।

এদিকে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮ হাজার ৮১০ জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার ৪৮৫টি, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯ হাজার ৩৭২টি এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ৫ হাজার ৯৫৩টি। এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৬৬৩ জন, ফাইন আর্টসে ৮১৬ জন, থিয়েটারে ২৮৩ জন এবং মিউজিকে ২৯৩ জন আবেদন করেছেন। 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, আমাদের প্রথম মেধা তালিকা আগামী ৭ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তির আবেদনের জন্য আর সময় বাড়ানো হবে না। আমরা দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করার চেষ্টা করবো।

টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি আবেদন পড়েছে। এর মধ্যে যথাক্রমে 'এ' ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজার, 'বি ইউনিটে ৪৮ হাজার ও 'সি' ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার। এবার নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে মেরিট প্রকাশের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে। 

প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর ২০২২ তারিখ দুপুর ১২টা হতে শুরু হয় এবং ২৭ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। ২৮ অক্টোবর ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবে।

জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহার ঘোষণা আগামীকাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সুখবর
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিহত জামায়াত নেতার মাথার পেছনটা থেতলানো ছিল: সুরতহাল প্রতিব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ৯৬, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬