প্রধান উপদেষ্টাকে কর্মচারীদের খোলা চিঠি
সচিবালয় ভাতা নয়, আগে পে স্কেল দিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এই খোলা চিঠিতে সচিবালয় ভাতা নয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।
খোলা চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি জাতীয়ভিত্তিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার, এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সচিবালয় ও সচিবালয়ের বাহিরের কর্মচারীদের পদ ও পদবি এক ও অভিন্ন রাখাসহ ৭ দফা দাবির ভিত্তিতে নবম পে স্কেল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবত বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
‘‘প্রজাতন্ত্রের ১৮ লক্ষ কর্মচারীর ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে রাষ্ট্র কাজ করছে। ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ সচিবালয়ের ৭-৮ শত কর্মচারী পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে একসাথে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করলেও বাংলাদেশ সচিবালয়ের অল্প সংখ্যক কর্মচারী নবম পে স্কেলের দাবিকে উপেক্ষা করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ২০% সচিবালয় কর্মচারী ভাতা বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন এবং সচিবালয় কর্মচারী ভাতা প্রাপ্তির জন্য চাপ প্রয়োগ করেন। যা কোন ভাবেই বিধি সম্মত ও প্রত্যাশিত নয়। এতে বাংলাদেশ সচিবালয়ের বাহিরের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।’’
খোলা চিঠিতে আরও বলা হয়, নবম পে স্কেলকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের ৭-৮ শত কর্মচারীর উল্লেখিত সচিবালয় কর্মচারী ভাতার আদেশ জারি করলে কর্মচারীদের মধ্যে নতুন করে আবারো বৈষম্য সৃষ্টি হবে। কাজেই সচিবালয়ের কর্মচারিদের জন্য কোন বিশেষ ভাতা প্রদানের আদেশ জারি না করে কর্মচরিদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে নবম পে স্কেল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।