অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘৫ম ডিপ্লোমা সামিট-২০১৫’ © টিডিসি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে রাজধানীর আইডিবি ভবনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘৫ম ডিপ্লোমা সামিট-২০১৫’। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সামিটে দেশব্যাপী বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করা জরুরি। ইসলামী ছাত্রশিবির এমন নেতৃত্ব গড়ে তুলতে চায়, যারা সমাজের আস্থা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ছাত্রশিবিরকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল, এবং সাম্প্রতিক কার্যক্রমের ফলে সেই প্রত্যাশা আরও বেড়েছে। এই প্রত্যাশা পূরণে ডিপ্লোমা শিক্ষার্থীদের সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
আরও পড়ুন: পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা
সামিটের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। ক্যারিয়ার নিয়ে সঠিক দিকনির্দেশনা ও অভিজ্ঞ একাডেমিশিয়ানদের পরামর্শ গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, কেবল দক্ষতা নয়, নৈতিকতার ভিত্তিতেও নিজেদের গড়ে তোলা আবশ্যক। মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় না হলে সমাজ দুর্নীতি ও অনৈতিকতার কবলে পড়বে। একটি নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে।
সামিটে ‘আগামীর বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’, ‘আচরণ ও মনোভাব (Attitude and Manners)’, ‘জীবন ও সময় ব্যবস্থাপনার ভারসাম্য’, এবং ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ও কর্মসংস্থান’—বিষয়ক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, পাশাপাশি বিভিন্ন প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামিক স্কলার ও একাডেমিশিয়ানগণ।