ছা্ত্রদলের মানববন্ধন © সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর সুপ্রিমকোর্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট মেইন গেইটের সামনে কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবন্ধনে নেতাকর্মীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে নারীরা সম্মুখসারিতে লড়াই করার পরও সাইবার বুলিং, বডি-শেমিংসহ বিভিন্ন হীন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এমন কার্যক্রম হচ্ছে দলমত নির্বিশেষে সব নারীর বিরুদ্ধে। তারা জানান, ঢাবিতে রিট সংক্রান্ত বিষয়ে গতকাল এক নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা জাবি ও রাবিতেও ঘটছে।
মানবন্ধনকারীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন। তাদের বক্তব্য, “প্রশাসন এসব বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা দ্রুত বিচারের দাবি করছি।”
এর আগে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল। গতকালও দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।