ডাকসুর শিবির প্যানেলের নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় ছাত্রদল নেতার

০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত সেই নেতা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। তবে তিনি বিষয়টি অস্বীকার করে এআই দিয়ে তার মন্তব্য সংশ্লিষ্ট এ স্ক্রিনশট বানানোর দাবি তুলেছেন।

জানা গেছে, গত ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুমার একটি নাচের ভিডিও শেয়ার করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল ফিরোজ। এ ভিডিওটির কমেন্টে ছাত্রদল নেতা হাসান আল আরিফ জুমাকে উদ্দেশ্য করে লেখেন, ‘সাক্ষাত হুর, টারজান মাসুদের খাদ্য।’ যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে।

হাসান আল আরিফের করা সেই মন্তব্যটির স্ক্রিনশট আজ (মঙ্গলবার) হোসাইন তারেক এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ্যে এনেছেন। এ ফেসবুক পোস্টে তিনি হাসান আরিফের মন্তব্য সংবলিত স্ক্রিনশটে যুক্ত করে ক্যাপশনে লেখেন, ‘ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের নারী প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে এটা ছিলো এই ছেলের মন্তব্য। এ বিষয়ে কি কোনো ব্যবস্থা নেয়া হয়েছে? এছাড়াও বৃহৎ একটা ছাত্র সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবসহ অনেকে আজেবাজে মন্তব্য করেছে। কই তাদের কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি এদের কেউই ক্ষমাও চায়নি। আলী হুসেন (শিবির নেতা এসএম ফরহাদের বিরুদ্ধে রিট করা ঢাবি শিক্ষার্থী ফাহমিদাকে ধর্ষণের হুমকিদাতা) অবশ্যই নিকৃষ্টতর ও জঘন্যতম কাজ করেছে, ভয়ে হোক বা যেভাবে ছেলেটা ক্ষমাও চেয়েছে। কিন্তু এদের কেউই ক্ষমা চায়নি, এদের বিরুদ্ধে ব্যবস্থা ও নেয়া হয়নি। অনুরোধ করবো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের আগে নিজের ভেতর থেকে শুদ্ধি অভিযান শুরু করুন।’

এ ব্যাপারে ফাতিমা তাসনিম জুমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার ব্যাপারে হাসান আল আরিফ নামে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। সেটা আজ প্রকাশের পর তা ডিলেট করে দেয়। মানসুরা আলম নামের ছাত্রদলের আরেক নারী নেত্রীও ভিন্ন মতের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, যেটা নিয়ে কারো কোনো ব্যবস্থা গ্রহণ দেখছি না।

জুমাকে নিয়ে ছাত্রদল নেতার দুই সপ্তাহ আগের কমেন্ট,
সমালোচানার পর আজ তা ডিলেট করে নতুন কমেন্ট। 

এদিকে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল ফিরোজের সেই ১৮ আগস্টের সেই পোস্টে ভিজিট করে আজ (মঙ্গলবার) দেখা যায়, হাসান আল আরিফ তার কমেন্টটি ডিলেট করে দিয়ে আজ দুপুরে নতুন করে একটি কমেন্ট করেছেন। যেখানে তিনি লেখেন, ‘কি মোহনীয় ড্যান্স,দারুণ!’

আগের কুরুচিপূর্ণ মন্তব্য বা কমেন্টের অভিযোগ অস্বীকার করে দ্য ডেইলি ক্যাম্পাসকে কমেন্টের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ উল্টা প্রশ্ন করে বলেন, ‘টারজান কি? টারজান মাসুদ কে? আমি জানি না। এখন তথ্য প্রযুক্তির যুগ। এসব এআই দিয়ে তৈরি করা যায়।’

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে শুভেচ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: ড. মাহাদী আমিন
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে পে-কমিশনের সভা শুরু দুই ঘণ্টা দেরিতে
  • ২১ জানুয়ারি ২০২৬
এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনু…
  • ২১ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
  • ২১ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9