নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাবি শাখা ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ১২ টার দিকে ঢাবির পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন নিয়োগ হয়েছে সেই প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করে আসছি। সেই প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বার বার স্মারকলিপি প্রদান করছি। এই রকম নারী নিপীড়নমূলক কথা বার্তা মেয়েদের নিয়ে সব সময় চলে আসছে। আমর একের পর এক স্মারকলিপি দিয়েছি। কিন্তু প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নেয় নি দেখে আলী হোসেন গণধর্ষণের হুমকি দিয়েছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীর উপর। এর দায় এই প্রশাসন এড়াতে পারে না।
এই পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ি করে তিনি বলেন, এই পরিবেশে সৃষ্টি করলো কে? উপাচার্যকে আমরা বার বার বলে আসছি , আমাদের নারী নেত্রীরা, সচেতন শিক্ষার্থীরা বার বার সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ ১ শিক্ষার্থী সংসদ ২ এ নারীদের যেভাবে বুলিং করা হয় এটা নিয়ে বার বার অভিযোগ দিয়েছি। কিন্তু প্রশাসন দৃষ্টমান কোন পদক্ষেপ গ্রহণ করে নি।
ডাকসু নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তাকে ৭ টি অভিযোগ জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন যৌক্তিক ব্যাখ্যা পাই নি। নির্বাচন আচরণবিধি বার বার লঙ্ঘনের পরও দৃশ্যমান কোন পদক্ষেপ দেখছি না।
তবু ডাকসুর স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে আমার এই প্রশাসনকে সহযোগিতা করার ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবো।
ডাকসু নির্বাচনের ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নারী বোনদেরকে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়েছে, তাদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি নারী হেনস্তাকারীদের যখন জেল থেকে ছাড়ানো হলো, তখন একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, যা একটি অস্বাভাবিক ঘটনা। এরই ফলশ্রুতিতে গতকাল আলী হুসেন নামে এক শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে। অথচ, রাষ্ট্রীয় প্রশাসন এবং ঢাবি প্রশাসন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে তারা বিক্ষোভ মিছিলে আলী হুসেনের ছাত্রত্ব, বাতিল করো করতে হবে; নির্যাতকের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; নিপীড়কের ছাত্রত্ব, বাতিল করো করতে হবে" সহ নানান স্লোগান দেয়।